সবিনয় নিবেদন...
এক নাগারে অনেকগুলো দিন আমার পক্ষে ব্লগ নিয়ে বসা আর প্রতিশ্রুত লেখাগুলো লেখা হয়ে উঠে নাই, এর কারন পেশাজীবীর বাইরে একজন সামাজিক মানুষ আর চাকুরীজীবী হউয়ার কারণে সৃষ্ট কিছু সমস্যা। সুখের বিষয় হচ্ছে এই ব্লগ এবং এর বিষয়বস্তু নিয়ে কয়েকজন পাঠক মন্তব্য করেছেন এবং কিছু প্রশ্ন ও রেখেছেন, দুখের বিষয় হচ্ছে আমি এইগুলো বিষয়ে যথাসময়ে উত্তর দিতে পারি নাই। কথা ছিল প্রান্তিক পর্য্যায়ে চিকিৎসা পরামর্শ প্রদানকারীদের পরামর্শের কারণে কিছু চিকিৎসা বিভ্রাটের শিকার হচ্ছে কতিপয় ডাউবেটিস রোগী, ব্লাড প্রেসারের রোগী, হার্টের রোগী, বাতের রোগী। শ্বাসকষ্টের রোগী, বাতের রোগী, নিউরোলজিক্যাল রোগী, পেট ব্যাথার রোগী এবং মানসিক ব্যাধি আক্রান্ত রোগী। কথা ছিল লেখার, শরীরের কোন কোন উপসর্গের জন্য ঘরে ডাক্তার ঢাকার জন্য বাঁ আন্দাজে অপেক্ষা করার ছেয়ে দ্রুত হাস্পাতালে যাওয়া উচিৎ সেগুলো বিষয়ে নিজের অভিজ্ঞতা সমুহ। আশাকরি এই দুটা বিষয়ে লেখা শুরু করবো। এই ব্লগে প্রতিটি লেখা সাধারন জনগৌষ্টির স্বাস্থ্য সেবার প্রয়োজন বোধ হতে উৎসারিত ব্যক্তি উদ্যোগে জানানোর চেষ্টায়। সুতরাং এতে কারো অনুভুতিতে আঘাৎ এর ব্যাপার থাকলে জানালে খুবই বাধিত থাকব। ...।
ডাঃ অজয় ঘোষ, উপ-পরিচালক।অডিট, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২
এক নাগারে অনেকগুলো দিন আমার পক্ষে ব্লগ নিয়ে বসা আর প্রতিশ্রুত লেখাগুলো লেখা হয়ে উঠে নাই, এর কারন পেশাজীবীর বাইরে একজন সামাজিক মানুষ আর চাকুরীজীবী হউয়ার কারণে সৃষ্ট কিছু সমস্যা। সুখের বিষয় হচ্ছে এই ব্লগ এবং এর বিষয়বস্তু নিয়ে কয়েকজন পাঠক মন্তব্য করেছেন এবং কিছু প্রশ্ন ও রেখেছেন, দুখের বিষয় হচ্ছে আমি এইগুলো বিষয়ে যথাসময়ে উত্তর দিতে পারি নাই। কথা ছিল প্রান্তিক পর্য্যায়ে চিকিৎসা পরামর্শ প্রদানকারীদের পরামর্শের কারণে কিছু চিকিৎসা বিভ্রাটের শিকার হচ্ছে কতিপয় ডাউবেটিস রোগী, ব্লাড প্রেসারের রোগী, হার্টের রোগী, বাতের রোগী। শ্বাসকষ্টের রোগী, বাতের রোগী, নিউরোলজিক্যাল রোগী, পেট ব্যাথার রোগী এবং মানসিক ব্যাধি আক্রান্ত রোগী। কথা ছিল লেখার, শরীরের কোন কোন উপসর্গের জন্য ঘরে ডাক্তার ঢাকার জন্য বাঁ আন্দাজে অপেক্ষা করার ছেয়ে দ্রুত হাস্পাতালে যাওয়া উচিৎ সেগুলো বিষয়ে নিজের অভিজ্ঞতা সমুহ। আশাকরি এই দুটা বিষয়ে লেখা শুরু করবো। এই ব্লগে প্রতিটি লেখা সাধারন জনগৌষ্টির স্বাস্থ্য সেবার প্রয়োজন বোধ হতে উৎসারিত ব্যক্তি উদ্যোগে জানানোর চেষ্টায়। সুতরাং এতে কারো অনুভুতিতে আঘাৎ এর ব্যাপার থাকলে জানালে খুবই বাধিত থাকব। ...।
ডাঃ অজয় ঘোষ, উপ-পরিচালক।অডিট, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২
No comments:
Post a Comment