প্রয়োজনীয় তথ্য সমূহ

  • My Observations
  • রোগসমুহ

রোগীর ইতিহাস নেয়া ও পরীক্ষার পদ্ধতি সমূহ

রোগীর ইতিহাস নেয়া ও পরীক্ষার পদ্ধতি সমূহ

চিকিৎসা পরামর্শ দানে ৩টি অংশ আছে
          ১. রোগ ও রোগীর ইতিহাস,
          ২. দৈহিক ও মানসিক অবস্থার পরীক্ষা,
          ৩. যথাযত পরামর্শ ও ব্যাখা প্রদান।
১.  রোগ ও রোগীর ইতিহাস,
     রোগী চিকিৎসায় সফলতার ৫০% নির্ভর করে এই ইতিহাস নেয়ার মধ্যে। এই ইতিহাস নেয়া থেকে শুধু যে রোগের ধারনা সৃষ্টি হয় তা নয়, রোগীর বিশ্বাসকে ও কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়।
২. দৈহিক ও মানসিক অবস্থার পরীক্ষা,
     নিয়মতান্ত্রিকভাবে রোগীর দৈহিক ও মানসিক অবস্থার পরীক্ষা করা এবং তার সাথে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যকে সমন্বয় করা রোগ সনাক্তের একমাত্র উপায়। 
৩. যথাযত ব্যাখ্যা  ও পরামর্শ প্রদান।
    আন্তরকিতা সহকারে যে সকল শব্দ, ভাষা তথা বোধগম্য উপস্থাপনায় যেভাবে ব্যখ্যা দিলে, রোগ
    এবং রোগের প্রকৃতি সম্বন্ধে রোগী এবং রোগীর লোকের কাছে কিছুটা হলেও স্বচ্ছ একটা
    উপলব্ধি এবং ধারনা জম্মাবে সেভাবে ব্যাখা করা এবং  রোগীর জন্য করনীয় (ঔষুধ সেবন সহ)
    পরামর্শ যতটুকু সম্ভব রোগীর দ্বারা বহনসম্ভবের কথা বিবেচনা করেই প্রদান করা উচিত। 

পরামর্শ দেয়ার সময় মনে রাখতে হবে
       রোগী ৩ টি কারনে চিকিৎসা পরামর্শ চায়
          ১. রোগ নির্নীত হওয়ার জন্যে
          ২. রোগের চিকিৎসা পাওয়ার জন্যে
          ৩. আশ্বস্থ হতে

          রোগীকে সহায়তা ও আশ্বস্ত করার ব্যাপারে সফল হওয়ার জন্যে চিকিৎসককে রোগীর বিশ্বাস এবং শ্রদ্ধাবোধকে কাজে লাগাতে হবে। রোগীর ইতিহাস নেয়ার সময় এবং রোগীকে পরীক্ষার সময় যে সম্বন্ধ গড়ে উঠে তা সন্তোষজনক একটা ’’রোগী-চিকিৎসক’’ সম্পর্ক তৈরীর ভিত্তি । চিকিৎসা পরামর্শ দানের মৌালক দক্ষতা হলো ইতিহাস নেয়ার দক্ষতা। আর এ দক্ষতা সকল চিকিৎসক সমানভাবে অর্জন করতে পারে না  বা প্র্যাকটিসের সময় এটা অটোমেটিক্যলি হয় না।
এ দক্ষতা অর্জন করার জন্য প্রয়োজন 

১. চিকিৎসক হওয়ার আগে এবং পরে যথাযত শিক্ষা নেয়া,
২. অন্যজন কিভাবে ই&&তহাস নেয় সেটা সতর্কভাবে পর্যবেক্ষন করা, এবং
৩. যে কোন মন্তব্য বা সমালোচনা গ্রহন ও সহ্য করার মানসিকতা রাখা।
          পরিজ্ঞান লাভ করার জন্য একটা সফল উপায় হলো সাক্ষাৎকারের সময়গুলোকে অডিও ভিজুয়্যাল  রেকর্ড করে পরবর্তিতে পর্য্যালোচনা করা , কারন বই হতে বিভিন্ন পদ্ধতি ও নিয়মাবলী জানা যেতে পারে শুধু। আবার খুবই অসুস্থ রোগীকে তাৎক্ষনিক ব্যবস্থা দিয়ে দেয়া প্রয়োজন, এক্ষেত্রে বিস্তৃত ইতিহাস নেয়ার জন্য অপেক্ষা করা যর্থার্থ নয়।

No comments:

Post a Comment