প্রয়োজনীয় তথ্য সমূহ

  • My Observations
  • রোগসমুহ

শিশুদের চিকিৎসায় বিবেচ্য বিষয় সমূহ

শিশুদের চিকিৎসায় বিবেচ্য বিষয় সমূহ

৫ বৎসর পর্যন্ত শিশুদের কেজিতে ওজন/বয়সের ছক। ঔষধেরডোজ ও পানি স্বল্পতার পরিমান নির্ণয়ে সহায়ক হিসাবে ব্যাবহার করা যাইতে পারে।
মাসে
বয়স
সাধারনত
ওজন
আদশ
ওজন
মাসে বয়স
সাধারনত
ওজন
আদশ ওজন
মাসে বয়স
সাধারনত
ওজন
আদশ ওজন
মাসে বয়স
সাধারনত
ওজন
আদশ ওজন
মাসে
বয়স
সাধারনত
ওজন
আদশ
ওজন
২.৬
৩.৩
১৩
৮.১
১০.১
২৫
৯.৮
১২.২
৩৭
১১.৬
১৪.৫
৪৯
১৩.২
১৬.৫
৩.৩
৪.১
১৪
৮.৩
১০.৩
২৬
১০.০
১২.৪
৩৮
১১.৮
১৪.৭
৫০
১৩.৩
১৬.৬
৪.০
৪.৯
১৫
৮.৪
১০.৫
২৭
১০.১
১২.৬
৩৯
১১.৯
১৪.৯
৫১
১৩.৪
১৬.৮
৪.৬
৫.৭
১৬
৮.৬
১০.৭
২৮
১০.৩
১২.৮
৪০
১২.০
১৫.০
৫২
১৩.৬
১৬.৯
৫.১
৬.৩
১৭
৮.৮
১০.৯
২৯
১০.৪
১৩.০
৪১
১২.২
১৫.২
৫৩
১৩.৭
১৭.১
৫.৬
৭.০
১৮
৮.৯
১১.২
৩০
১০.৬
১৩.২
৪২
১২.৩
১৫.৪
৫৪
১৩.৮
১৭.২
৬.০
৭.৫
১৯
৯.১
১১.৩
৩১
১০.৮
১৩.৪
৪৩
১২.৪
১৫.৫
৫৫
১৪.০
১৭.৪
৬.৪
৮.০
২০
৯.২
১১.৫
৩২
১০.৯
১৩.৬
৪৪
১২.৬
১৫.৭
৫৬
১৪.১
১৭.৫
৬.৮
৮.৫
২১
৯.৪
১১.৭
৩৩
১১.১
১৩.৮
৪৫
১২.৭
১৫.৮
৫৭
১৪.২
১৭.৭
৭.১
৮.৯
২২
৯.৫
১১.৮
৩৪
১১.২
১৪.০
৪৬
১২.৮
১৬.০
৫৮
১৪.৩
১৭.৮
১০
৭.৪
৯.২
২৩
৯.৬
১২.০
৩৫
১১.৩
১৪.১
৪৭
১২.৯
১৬.১
৫৯
১৪.৪
১৮.০
১১
৭.৬
৯.৫
২৪
৯.৮
১২.২
৩৬
১১.৫
১৪.৩
৪৮
১৩.১
১৬.৩
৬০
১৪.৬
১৮.২
১২
৭.৯
৯.৮
২ বৎসর


৩বৎসর


৪বৎসর


৫ বৎসর


(টেবল সাত্র:- Davidson’s Principles and Practices, 16th edition WHO Reference Table for Maternal and Child health Care   এখানে ৮০% কে প্রযোজ্য ধরা হয়েছে। )
অথবা
বয়স নির্ণয় করার জন্য নিচের সাত্রগুলো ব্যবহার করা যেতে পারে।
বয়স
কেজীতে ওজন
উদাহরন
০৩-১২মাস
(মাসে বয়স +৯)/২
যেমন ১১ মাস বয়স হলে
    (১১+৯)/২=২০/২=১০কেজীঃ
০১-০৬বৎসর
(বছরে বয়স X ২+৮)
যেমন সাড়ে ৩ বছর হলে
    ৩.৫X২+৮=৭+৮=১৫কেজী
০৭-১২বৎসর
(বছরে বয়স X ৭-৫)/২
যেমন ৯ বছর বয়স হলে
   (৯X৭-৫)/২=(৬৩-৫)/২=৫৮/২=২৯কেজী


বাছচাদের ক্ষেত্রে সচ্রাচর ব্যাবহৃত হয় এরূপ কতিপয় ঔষধের
ডোজ ও পাশ্বপ্রতিক্রিয়া সমাহ
 ঔষধের নাম
প্রতি কেজি ডোজ/দিন
 দিনে
 কতবার
 কি কি অসুবিধায়
দিতে হয়
পার্শ্ব প্রতিক্রিয়া
সমাহ (বেশী ডোজে)
 প্যরাসিটামল
প্রতি বড়ি=৫০০মিগ্রা
 (কেফেইন সহ বা ছাড়া)
 ৬০ মিগ্রা
 ৩-৪ বার
 জ্বর,গায়েব্যাথা, মাথাকামড়ি
 লিভার ধ্বংস
প্রতি বড়ি=৫০০মিগ্রা,  প্রতি চামচ= ১২০মিগ্রা,
 এস্পিরিন
বড়ি=৩০০,১০০,৭৫মিগ্রা
৩০-৬০মি
৬৫-১১০*    
 ৩-৪ বার
ভরাপেটে
 গ্রন্থি প্রদাহ, র্যূম্যাটিক
 জ্বর*, মাথা ব্যাথা  
 পাকস্থলির ও অমেত্র ঘা, বিষক্রিয়া
 ক্লোরপ্রোমাজাইন
১বড়ি=২৫,৫০,১০০
১চামুচ=৫০ মিগ্রা
১ এময়=১০০ মিগ্রা
২ মিগ্রা
 ৩-৪ বার
তন্দ্রাদায়ক, খীচুনি ও বমি
নিরোধক
 পারকিন্সনিজম,
 তাৎক্ষনিক শ্বাস বন্ধ
ডায়াজিপাম
১বড়ি=৫ মিগ্রা
১এময়=১০ মিগ্রা
০.১-০.৫
 ***
নিদ্রাকারী, খীচুনিনাশক
 তাৎক্ষনিক শ্বাস বন্ধ
ফুরোসেমাইড
১বড়ি=৪০ মিগ্রা
১এময়ল=২০ মিগ্রা
২-৬ মিগ্রা
 ১-২বার
 প্রস্রাব তেরী করে
*সক্ষম কিডনি থাকলে
 শ্রবনশক্তি, দৃষ্টি শক্তি
নষ্ট/পটাশিয়াম/সোডি
জেন্টামাইসিন
১ এময়=২০, ৮০মিগ্রা
৩-৬ মিগ্রা
 ৩ বার
  গ্রামনেগেটিভ জীবানু
  নাশক
 কান ও কিডনি ধ্বংস
গ্রাইসোফুলভিন
১ বড়ি=৫০০ মিগ্রা
১ চামচ=১২৫ মিগ্রা
৫-৭.৫
 ১-২বারে
 ফাংগাস সংক্রমন
  নাশক
 লিভার ধ্বংস
ইন্ডোমিথাসিন
১বড়ি=২৫,৫০মিগ্রা
১সাপো=১০০ মিগ্রা
 ১-৩মিগ্রা
 ৩-৪বার
 গ্রন্থি প্রদাহ,
 পাকস্থলির ও অমে ঘা
সলবুটামল
১বড়ি= ২ এবং ৪মিগ্রা
১চামুচ=২ মিগ্রা
ইনহেলার ও আছে
 ০.৩ মিগ্রা
 ৩-৪ বার
শ্বাসনালী প্রসারক-তবেদেড় বছরের কম বয়েসীুশিশুর ক্ষেত্রে  কার্যকারিতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে    
 হৃদগতি দ্রুত হয়,  নিম্ন রক্তচাপ,হার্ট ফেইলিউর,
 হাত পায়ের কাপুনি,
 থিয়োফাইলিন
প্রতিচামুচে= ১২০মিগ্রা
 শ্বাসনালীর প্রসারক
 নিরাপত্তা খুবই কম
 ০০-১১ মাস
৮-১০মিগ্রা
  ৩-৪ বার
 ডোজের সামান্য বৃদ্ধি হলে মারাত্বক বিষক্রিয়া
 ০১-০৯ বৎসর
 ২৪ মিগ্রা
     ‘‘‘‘
 হতে পারে। বিভিন্ন ঔষধের সাথে আমতঃ ক্রিয়া
 ০৯-১২ বৎসর
 ২০ মিগ্রা
     ‘‘‘‘
 রয়েছে। রক্তে জমা হয়ে থাকতে পারে। 
 ১২-১৬ বৎসর
 ১৬-১৮‘‘
     ‘‘‘‘
 হৃদযমের ক্রিয়া হঠাৎ বন্ধ হতে পারে।
 ১৬ বছরের উর্ধে
 ১২-১৩‘‘
     ‘‘‘‘
 সতর্কতার সাথে ডোজ নির্ণয় অত্যমত প্রয়োজন 


 মেট্রোনিডাজল

 ৩০-৬৫‘‘
 ১৫-২০‘‘
   ৩ বার
   ৩ বার
 এমিবিয়াসিস
 জিয়ার্ডিয়াসিস
 মারাত্বক যকৃৎ ক্ষতি
 জিহবার তিক্ত স্বাধ
 প্রেডনিসোলন
প্রতি বড়ি=৫মিগ্রা
প্রতি এময়= ৪০মিগ্রা

 ২ মিগ্রা
 ৩-৪ বার
ও প্রয়োজন
মতো

ডনয়মনহীন হাপানীতে, এলার্জিতে, নেপ্রোটিক, 
রক্ত চাপ কমে গেলে
মস্তিস্কের চাপ বাড়্লেও
এড্রেনাল গ্রন্থি নষ্ট
সোডিয়াম বেড়ে যাওয়া
ুখ পেট পা ফোলা
অন্যান্য বহুবিধ
 ডেক্সামিথাসন
প্রতি বড়ি=০.৫
প্রতি এময়=৫ মিগ্রা
০.৫ মিগ্রা
   
 ৩-৪ বার
ভরাপেটে
 গ্রন্থি প্রদাহ, র্যূম্যাটিক
 জ্বর*, মাথা ব্যাথা
 সব স্ট্যারয়েড একই 
 পাকস্থলির ও অমেত্র ঘা,
 বিষক্রিয়া
 নিস্টাটিন
১মিগ্রা=২০০০ ইউ
২০০০০০ই
০০০০০ই
 ৩-৪ বার
 ফাংগাস সংক্রমনে
 ওরাল থ্রাস

 ফেনোবারবিটন
১বড়ি=৩০, ৬০ মিগ্রা
১এময়=২০০ মিগ্রা
২-৩মিগ্রা
খীচুনীনিরোধে
৪-৬ মিগ্রা
 ৩-৪বার
নিদ্রাকারী, খীচুনিনাশক
 নিদ্রালুতা, অন্যান্য ওষুধের কার্যক্ষমতা কমিয়ে  দেয়। 
 নেলিডিক্সিক এসিড
১চামুচে:- ৩০০ মিগ্রা
১ বড়িতে:- ৫০০মিগ্রা
৫৫ মিগ্রা
  ৪বার
 এন্টিবায়োটিক
মস্তিকের চাপ বৃদ্ধি
অতিরিক্ত বমি
স্নায়বিক বেকল্য



No comments:

Post a Comment